নেয়ামত উল্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ১২ অক্টোবর ২০২২ | ২:১৬ অপরাহ্ণ
সর্বশেষ নবী ও রাসূল হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)-এর জীবন সমগ্র মানব জাতীর জন্য আদর্শ স্বরূপ। তাঁর মধ্যে করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতার মতো অনন্য সব মানবিক গুণের সম্মিলন ঘটেছিল। আরব ভূখন্ডে এমন একসময়ে মহানবী (সা.) এসেছিলেন, যখন পুরো অঞ্চলটি ছিল কুসংস্কার, অশিক্ষা, গোষ্ঠীগত হানাহানি, ক্রীতদাস প্রথা, নারীর প্রতি চরম বৈষম্যসহ নানা রকম সামাজিক অনাচারে নিমজ্জিত। গোত্রে গোত্রে বিবাদ ও প্রাণঘাতী লড়াই চলছিল বহু বছর ধরে।
দয়াময় মায়াময় আল্লাহ সেই ঘোর অন্ধকার সময়ে প্রেরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে। তিনি আসেন সারা পৃথিবীর জন্য আলোকবর্তিকা হয়ে। অন্যায়-অবিচার-অজ্ঞানতার আঁধার থেকে তিনি মানুষকে নিয়ে গেছেন সত্যের পথে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, অন্যায় থেকে ন্যায়ের পথে নিয়ে আসা ছিল তাঁর সারা জীবনের সংগ্রাম। কৈশোরেই তিনি আল আমিন বা বিশ্বাসী উপাধি লাভ করেন। আরবের বিবদমান সব সম্প্রদায় তাঁকে প্রিয় নেতা হিসেবে মেনে নেয়।
মোঃ জামাল উদ্দিন চৌধুরী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক) বলেন, মহানবী (সা.) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগানোর শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে শুধু মহৎ গুণাবলি শিক্ষাই দেননি, নিজের জীবনেও তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমরা যদি মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি তবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইকবাল মাহমুদ সোহেল (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক) বলেন, সমাজসংস্কারক হিসেবে মুহাম্মদ (সা.) সর্বকালের আদর্শ। যে সমাজে কন্যাশিশুকে জীবিত কবর দেওয়া হতো, সেই সমাজে তিনি নারীর শিক্ষাকে উৎসাহিত করেছেন, তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। শত্রুর প্রতি ক্ষমা ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মহানবীর আদর্শ চর্চার মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থাতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা শতভাগ সম্ভব।
মোঃ কেফায়েত উল্যাহ জাবেদ (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক) বলেন, মহানবী (সা.) সৎ স্বভাব, সত্যনিষ্ঠা, সৌজন্যবোধ, বিনয় ও ন¤্রতার যে অনুপম শিক্ষা দিয়েছেন, তা আমরা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে চর্চা করলে আর অশান্তি ও হানাহানি থাকত না। তাই মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের বিষয়টি মনেপ্রাণে লালন ও চর্চা করতে হবে। তবে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |