• শিরোনাম


    সুন্দরগঞ্জে স্ত্রীকে অমানবিক নির্যাতন

    জাহিদ হাসান জীবন , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: | ১৪ অক্টোবর ২০২০ | ৮:৪১ অপরাহ্ণ

    সুন্দরগঞ্জে স্ত্রীকে অমানবিক নির্যাতন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটি গ্রামের হোসনেয়ারা বেগম (২৩) নামে স্ত্রীকে অমানবিক নির্যাতন করেছে স্বামী শাহিন আলম। এঘটনায় আহত ঐ গৃহবধু বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    জানা যায়, মঙ্গলবার বিকেলে গৃহবধূ হোসনেয়ারাকে অমানবিক নির্যাতন করে স্বামী শাহিন আলম ও শাশুড়ি মোর্শেদা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এব্যাপারে গৃহবধূ হোসনেয়ারা বেগম জানান, তার স্বামী শাহিন আলম ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরকীয়া চালিয়ে আসছে। এতে বাঁধা দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়তই এ ধরণের নির্যাতন করে মোটা অঙ্কের যৌতুক দাবী করে তাকে বাবার বাড়িতে পাঠায়। ইতোপূর্বে বেশ কয়েকবার স্থানীয়ভাবে মিমাংশা অতঃপর নির্যাতনের পরও সংসার করে আসছে। বুধবার বিকেলে শাহিন আলমের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে পরকীয়া সর্ম্পকের কথা অস্বীকার করতে পরেনি। তবে, যৌতুকের জন্য নির্যাতন করার ব্যপারে ও কোন সদুত্তোর দিতে পারেনি। নির্যাতিতা গৃহবধূ হোসনেয়ারা বেগম ন্যায় বিচার কামনা করছেন।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম