জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ | ০৮ এপ্রিল ২০২০ | ৪:০০ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে লক্ষাধিক টাকার রেণু পোনা নিধনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় রামজীবন ইউনিয়নের ডোমেরহাট গ্রামীণ হাইওয়ের পার্শ্বে নুনিডাঙ্গা বিলে মৎস্য চাষি নাজমুল হুদা পুকুরে খাদ্য দিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকালে পুকুরে খাদ্য দিতে এসে দেখেন কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে সমস্ত ভিন্ন প্রজাতির রেণু পোনা নিধন করেছেন। সব মরে পানির উপরে ভেসে আছে। তা দেখে তার মাথায় বাজ পড়েছে। সে বিভিন্ন সংস্থায় লোন করে পুকুরে মাছ চাষ করেছে। কি করে শোধ করবে লোনের টাকা! তার পুকুরে বাটা- মুসা,সিলভার কার্প,মিরর কার্প,গ্রাস কার্প ও রুই মাছ সহ নানা প্রজাতির মাছ ছিল। আনুমানিক ১০ মন রেণু পোনা মূল্য লক্ষাধিক টাকার বেশি হবে। নাজমুল হুদার দাবী পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ ভাগি শরিকরাই এই নিকৃষ্ট কাজ করেছে। তাদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে নাজমুলের মামলা মোকদ্দমা চলে আসছিল।যার কারণে বিভিন্ন সময়ে তারা তার আর্থিক ও শারীরিক ক্ষতির হুমকি দিয়ে আসছেন বলে সে জানায়। নাজমুল উপজেলার পশ্চিম পরাণ গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। এব্যাপারে অসহায় নাজমুল হুদা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।