জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ | ১৭ অক্টোবর ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিট পুলিশিং’র আয়োজনে একটি র্যালী সুন্দরগঞ্জ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও এসআই সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু খায়ের, অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম, পৌর জাপার আহ্বায়ক আব্দুর রশিদ সরকার ডাবলু, পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র, প্রভাষক তৃষ্ণা সরকার, কাউন্সিলর এমদাদুল হকসহ স্থানীয় সুধীজন।