রিপোর্ট জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: | ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১:৪৪ অপরাহ্ণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনার টিকা নিলেন ইউএনও মোহাম্মদ-আল-মারুফ ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ করেন তারা। এসময় উপজেলার সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা গ্রহণ করেন জয়যাত্রা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝ। তারা সবাইকে দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, সাংবাদিক এনামুল হক, সুদীপ্ত শামীম, জাহিদ হাসান জীবন, লিয়ন ইসলাম রানা, বিপুল ইসলাম আকাশ প্রমূখ।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল-জামান বলেন,করোনার টিকা গ্রহণ করার পর স্বাভাবিক ও সুস্থ আছি। আমি সকলের প্রতি আহ্বান জানাই, সকলে নির্ভয়ে এই টিকা নিন। ইনশাআল্লাহ করোনার টিকা আমাদের জন্য উপকারী হবে।
করোনার টিকা গ্রহণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ -আল-মারুফ বলেন, টিকা গ্রহণে মানুষ কে আগ্রহী করতে আমি টিকা গ্রহণ করলাম। টিকা গ্রহণে মানুষ কে আগ্রহী করতে আমরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।