কে.এম. সুহেল আহমদঃ | ০৯ ডিসেম্বর ২০১৮ | ৪:৩২ পূর্বাহ্ণ
সিলেট গোলাপঞ্জের বিশিষ্ট ব্যাক্তিত্ব সমাজসেবী লন্ডন প্রবাসী হাজী মুবাশ্বির আলী(পাখী) আর নেই।
৯ ডিসেম্বর(রবিবার) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১ ঘটিকার সময় বার্ধক্যজনিত রোগের কারণে যুক্তরাজ্যস্থ লন্ডনে তিনি ইন্তেকাল হইয়াছেন।— ইন্না…..রাজিউন।
মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানা যাবে।
তিনি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামের(পূর্ববাড়ী) বাসিন্দা ও “হোটেল আরাফাত সিলেট’র” সত্ত্বাধিকারী হাফিজ ওয়াছির আলীর বড় ভাই ছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী,সন্তানাদী,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্থরের লোকজন। আমরা সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।— আমিন।