| ১২ আগস্ট ২০১৮ | ৫:২৭ পূর্বাহ্ণ
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
বিহতের নাম ফয়জুর রহমান রাজু নামে। তিনি সিলেট মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক।
শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ঘটনাটি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবব্রত রায়।
এর আগে সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন ছাত্রদল নেতা কর্মীরা। এসময় দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পদবঞ্চিত ছাত্রদলের ৩ জন কর্মী আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, “আমি ঘটনা শুনেছি। সেখানে পুলিশ গিয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”