কে.এম. সুহেল আহমদঃ নিজস্ব প্রতিবেদক, আওয়ার কণ্ঠ | ১৩ জানুয়ারি ২০১৯ | ৮:৪০ অপরাহ্ণ
সিলেট গোলাপগঞ্জের শতায়ু বছরের প্রবীণ মুরব্বী হাজী আব্দুর রহীম আর নেই।
১৩ জানুয়ারী(রবিবার) বিকাল ৩টা ২০ মিনিটের সময় সিলেট রাগীব- রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইনস্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।——ইন্না……রাজিউন।
তিনি উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিডহর গ্রামের বাসিন্দা ও কালিডহর জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক মুতাওয়াল্লীর দায়িত্বে ছিলেন এবং একই গ্রামের ডুবাই প্রবাসী মোঃ আব্দুল ওয়াহিদের নানা।
মরহুমের জানাযার নামাজ সোমবার(১৪ জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠান শেষে নিজ পারিবারিক গুরুস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি, নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্থরের লোকজন শোকে মূহ্যমান হয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আমরা সকলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।