মুফতী মোহাম্মদ এনামুল হাসান, আওয়ার কন্ঠ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা। | ০৬ অক্টোবর ২০২০ | ২:২১ পূর্বাহ্ণ
নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন,সিলেটের এমসি কলেজে সহ সারাদেশে ধর্ষনের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন যুবকবৃন্দের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে মাওলানা ইউসুফ ভূইয়ার সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,মাওলানা জুনায়েদ কাশেমী,মাওলানা খালেদ সাইফুল্লাহ সিরাজী,সাংবাদিক আসাদুল ইসলাম, সোহেল মাহমুদ মাওলানা ইসহাক আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,দেশে আজ নারীসমাজ অরক্ষিত ও অনিরাপদ। রাষ্ট্র আজ নারীদের সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করে বলেন ঘটে যাওয়া প্রতিটা ধর্ষনের বিচার না হওয়ায় ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে।
বক্তাগণ বলেন প্রচলিত আইনে ধর্ষকদের বিচার না করে অবিলম্বে ইসলামী আইনে তাদের বিচার করুণ, তাহলে দেশে ধর্ষনের ঘটনা বন্ধ হয়ে যাবে।