রিপোর্ট : আমিনুল ইসলাম, কাতার থেকে | ১৮ জুলাই ২০১৯ | ৮:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বর্তমান বিরোধীদলীয় নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই শোক বার্তা পাঠান। কাতার রাষ্ট্রীয় টেলিভিশনসহ বেশ কিছু গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।
এরশাদের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন কাতারের ডিপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন আল থানি এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি।গত ১৪ জুলাই তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরশাদ আরববিশ্বে খুব পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন।তিনি ২০১২ সালে কাতার সফরে এসেছিলেন।