| ১৯ অক্টোবর ২০২০ | ৬:৪৭ অপরাহ্ণ
করোনা প্রবল বর্ষণ থামাতে পারেনি ধর্ষণ
তাই আজ লিখতে হয় ঘুম ভাঙ্গানোর গান,
পর্দার আড়ালে সাধুসঙ্গে কামদেবীর খেল
কবির কলম নিথর হলে মরবে কোটি প্রাণ।
ধর্ষক ভিন গ্রহের কেউ নয়,অতি পরিচিত
কারো আদরের ভাই,স্বামী কিংবা পিতা,
হালের কলুর বলদ ধর্ম বিবর্জিত পুরুষ
নারীকে দিয়েছে বিশেষণ বেশ্যা পতিতা।
ধর্ষক ভিনগ্রহের কেউ নয়,সভ্য
সমাজের
মুখোশপরা নারী মাংসাশী অসভ্য পতিত,
প্রয়োজন জাগরণ, একটি শুদ্ধি অভিযান
নতুন ভোরের প্রত্যাশায় কচুকাটা অতীত।
ধর্ষক কখনো মানুষ হয় না,হয় না জগতে
আদম হাওয়ার মোহ বাঁধনের পুরুষ নারী,
সহমতে শিষ্টার, বলাৎকার নয় অধিকার
এসোবন্ধু সমতা ঐক্যে সুন্দর পৃথিবী গড়ি।
১০ অক্টোবর ২০২০
টিটিসি,বরগুনা।