| ০৪ মার্চ ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ
জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদীস ও জামিয়া দারুল আরকামের মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান সাহেব বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী দিপু মনি সংসদে বলেছেন, কওমী শিক্ষাকে ‘কথিত’ মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। আমরা বলবো, সকল সাধারণ শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় শিক্ষার আওতায় আনতে হবে।
রবিবার (০৩ মার্চ) কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা সাজিদুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একাধিকবার বলেছেন, কওমী মাদরাসায় জঙ্গি (সন্ত্রাসী) তৈরি হয় না। সাবেক আইজিপি একেএম শহীদুল হক আমাদের সামনে বলেছেন, কওমী মাদরাসার কোনো ছাত্র এবং শিক্ষকের নামে জঙ্গিবাদের (সন্ত্রাসবাদের) প্রমাণ নেই। বাংলাদেশের কোনো অঞ্চলে কওমী মাদরাসায় পড়ুয়া কোনো ছাত্রের নামে জঙ্গিবাদের (সন্ত্রাসবাদের) মামলা নেই।
এর কারণটা কি? কারণ হলো, কওমী মাদরাসার মধ্যে নৈতিকতার শিক্ষা রয়েছে। কওমী মাদরাসায় শিক্ষার সাথে ধর্মীয় নীতি অনুযায়ী নৈতিকতা শেখানো হয়। কওমী মাদরাসায় শিক্ষার সাথে দীক্ষা রয়েছে। কওমী মাদরাসায় শিক্ষার সাথে আত্মশুদ্ধিও শেখানো হয়। তাই কওমী মাদরাসার ছাত্ররা অনৈতিক কাজে লিপ্ত হয় না।
সূত্র: ফাতেহ