এম এম মাজেদ, স্টাফ রিপোর্টার - ফেনী | ২৫ অক্টোবর ২০২০ | ১:৩৪ অপরাহ্ণ
দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের পিতা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো: আবুল খায়ের পাটোয়ারীর ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শনিবার।
মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত সহ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান ফেনী শহরের রামপুরে বাসভবনে অনুষ্ঠিত হয়। মরহুম আবুল খায়ের পাটোয়ারী জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা যুগ্ম-সম্পাদক, সদর উপজেলা সহ-সভাপতি, বালিগাঁও ইউনিয়ন সভাপতি ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি ২০০৭ সালের ২৪ অক্টোবর ইন্তেকাল করেছেন। উল্লেখ্য, আবুল খায়ের পাটোয়ারী ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী পাটোয়ারী বাড়ির মরহুম হাজী আবদুল ওহাব মেম্বারের তৃতীয় পুত্র।