| ০৬ আগস্ট ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ
দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দৈনিক ইনকিলাব-এর সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক মুহাম্মাদ আব্দুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার কণ্ঠের সম্পাদক ও জাতীয় লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি নুরে আলম জাহাঙ্গীর।
আজ ৬ আগস্ট’২১ শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিক আব্দুর রহিম একজন আদর্শবান মিডিয়া কর্মী ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে জনমানুষের সাথে তাঁর সখ্যতা ছিল অপূর্ব। তিনি সংবাদ সংগ্রহে বস্তুনিষ্টতা ও স্বচ্ছতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমকে দারুনভাবে ধারণ করতেন।
তাঁর ইন্তেকালে আমরা দেশের প্রবীন ও নিবেদিত প্রাণ এক প্রথিতযশা সাংবাদিককে হারিয়েছি। আল্লাহ তা’আলা তাঁর যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।