| ১০ আগস্ট ২০১৮ | ৫:৪৩ অপরাহ্ণ
শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনায় আগামীকাল সারাদেশে বিক্ষোভ করবে সাংবাদিকরা।
শুক্রবার হামলার প্রতিবাদে এই বিক্ষোভের ঘোষণা দেন সাংবাদিকরা।
গত রোববার রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় এপির সাংবাদিক এম এ আহাদসহ কর্তব্যরত অনেক সাংবাদিক আহত হন।
হামলার সময় কর্তব্যরত সাংবাদিকরা অভিযোগ করেছেন, “পুলিশের উপস্থিতিতে দেশীয় অস্ত্রে সজ্জিত ছাত্রলীগ ও যুবলীগ এই হামলা করে।”
“আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সংবাদ কভারেজের সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা করা হয়েছে”, এমনটাই বলছেন সাংবাদিক নেতারা।