রিপোর্ট : মো: আক্তারুজ্জামান, নবীনগর থেকে | ০৭ মে ২০১৯ | ৬:৪৪ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ বাজার কমিটির সাথে নবীনগর থানা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সলিমগঞ্জ বাজারে আসন্ন মাহে রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা স্থিতিশীল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার ইনচার্জ রণোজিৎ রায়, পুলিশ পরিদর্শক রাজু আহমেদ, সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই ইহসানুল হাসান, বাজার কমিটির নেতৃবৃন্দ, দোকানদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।