রিপোর্ট: এম এ করিম, সরাইল থেকে | ৩১ মে ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ
১৯৭৮সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল প্রেসক্লাবের ৪১বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার(৩০মে) বাদ আছর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সাবেক ২বারের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলী, ডাঃ ফখরুল ইসলাম শিবলী, এডভোকেট কামরুজ্জামান আনসারী, এডভোকেট তানভীর হোসেন কাউসার, জাপা নেতা রহমত হোসেন, হুমায়ূন কবীর, হাজী মাহফুজ আলী, ফয়সাল আহমেদ দুলাল, সেলিম খন্দকার প্রমুখ। সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুব খান বাবুল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ও ইফতার পূর্ব মূহুর্তে দোয়া পরিচালনা করেন মোঃ জামাল মিয়া। সরাইল প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |