• শিরোনাম


    সফল যদি হতে চাও

    নেয়ামত উল‍্যাহ তারিফ: | ১৯ সেপ্টেম্বর ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ

    সফল যদি হতে চাও

    যেইসব ব্যক্তি আল্লাহ, তাঁর রাসূল, তাঁর ফেরেশতাকুল, তাঁর নাযিলকৃত কিতাব এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করেন, সেইসব ব্যক্তি সফলতার সিঁড়ির প্রথম ধাপ অতিক্রম করতে সক্ষম হন। সূরা আসরে আল্লাহ তা‘আলা সফল ব্যক্তিদের চারটি গুণের কথা উল্লেখ করেছেন। “সময়ের কসম, নিশ্চয় আজ মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।” [সূরা আসর : ১-৩]
    নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ খোবায়েব হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, সফল হতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে এবং একই সাথে সৎ কাজও করতে হবে। কেননা পবিত্র কুরআনুল কারীমে সূরা বুরূজ এর ১১ নাম্বার আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ এটাই বিরাট সফলতা।”
    মাওলানা মোঃ খোবায়েব হোসেন আরো বলেন, সফল হওয়ার জন্য আমাদের আত্মশুদ্ধি করা প্রয়োজন। এ সম্পর্কে সূরা আশ্ শামস-এর ৯ নাম্বার আয়াতে বলা হয়েছে, “সফলকাম হয়েছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আপন সত্তাকে পরিশুদ্ধ করে নিয়েছে।”
    এছাড়াও মাওলানা মোঃ খোবায়েব হোসেন বলেন, জীবনের সর্ব ক্ষেত্রে সততার গুরুত্ব অপরিসীম। সততা না থাকলে সাফল্য ধরা দেয় না। মহান আল্লাহ সূরা মায়িদা’র ১১৯ নাম্বার আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান, “এটা হল সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ। যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহা সাফল্য।”
    মাওলানা মোঃ খোবায়েব হোসেন তার উত্তরে আরো বলেন, নিশ্চয় আল্লাহ’কে ভয় করলে মানুষ পাপ হতে দূরে থাকতে পারে। পেতে পারে দুই জাহানে সফলতা। এ সম্পর্কে সূরা নূরের ৫২ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, “আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, তারাই সফল ও কৃতকার্য।”
    আলোচ্য বিষয়ে মাওলানা মোঃ খোবায়েব হোসেন বলেন, পৃথিবীতে বেশির ভাগ মানুষ একে অপরের উন্নতি বা সফলতা দেখে হিংসা করতে শুরু করে। উন্নতির বাধা স্বরূপ ব্যক্তিকে করে নানা তিরষ্কার। তাতেও যদি ব্যক্তিটি উন্নতির শিখড়ে পৌঁছে যায় তাহলে করে নির্যাতন ও নিপীড়ন। যারা এ তিরষ্কার, নির্যাতন ও নিপীড়ন ধৈর্যধারণ করে সামনে এগিয়ে যায় তারাই হবে সফলকাম। পবিত্র কুরআনের সূরা মুমিনূন এর ১১১ নাম্বার আয়াতের ভাষায়, “নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই তারাই হল সফলকাম।”

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    নিয়ত অনুসারে নিয়তি ও পরিনতি

    ২১ সেপ্টেম্বর ২০১৯

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম