নিজস্ব প্রতিবেদকঃ | ০৭ নভেম্বর ২০২২ | ১১:৫০ পূর্বাহ্ণ
নৌযানের যাত্রীভাড়া সরকার নির্ধারণ করেছে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৮৫ পয়সা। এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা।
০১ সেপ্টেম্বর ২০২২ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টার পর থেকে নতুন এ ভাড়া কার্যকর করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় ০১ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সন্দ্বীপ ও উড়িরচরে যাওয়া আসার পথে এ ভাড়া কয়েকগুণ বেশি আদায় করা হয় যাত্রীদের থেকে।
সুবর্ণচরের গোয়লখালী ঘাট হতে সন্দ্বীপ কালাপানিয়া ঘাট পর্যন্ত নৌপথের দুরত্ব ১০ কিলোমিটার। আর ভাড়া আদায় করা হয় জনপ্রতি ৩৫০ টাকা ! মনতাজখালি ঘাট, কোম্পানীগঞ্জের বাতুর দোকানের পূর্ব ঘাট ও গোয়ালখালী ঘাট হতে উড়িরচরের বাতানি মার্কেট সংলগ্ন ঘাট, ফুলমিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাট ও কলোনি বাজার সংলগ্ন ঘাট সমূহের দুরত্ব ১ থেকে ১.৫০ কিলোমিটার। আর ভাড়া আদায় করা হয় জনপ্রতি ১৮০ টাকা ! চট্টগ্রাম কুমিরা ঘাট থেকে গুপ্তচরা ঘাট এর দুরত্ব ১৭ কিলোমিটার। যার ভাড়া জনপ্রতি ৪০০ টাকা। ফকিরা ঘাট থেকে গাছুয়া ঘাট এর দুরত্ব ১৫ কিলোমিটার। যার ভাড়া জনপ্রতি ৩৮০ টাকা।
আমরা সন্দ্বীপবাসীরা ন্যায্য ভাড়া প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি যানাচ্ছি। ন্যায্য ভাড়া প্রতিষ্ঠার মাধ্যমে উক্ত নৌপথের যাত্রীদের কল্যাণ সাধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ভূমিকা পালন করার মাধ্যমে পেশাগত সততা ও দেশ প্রেমের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি।
মোঃ রকি
সন্দ্বীপ, চট্টগ্রাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |