• শিরোনাম


    সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা: সচিব

    | ১৬ জানুয়ারি ২০১৯ | ৬:০৬ পূর্বাহ্ণ

    সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা: সচিব

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন। গতকাল সচিবালয় থেকে ঢাকা জেলার চারটি উপজেলার শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সচিব বলেন, ‘আমাদের সার্কুলার আছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়েই পড়াতে হবে। আমরা সেটা আবারো তাদের স্মরণ করিয়ে দেব। অর্থাৎ আমরা আবার নিশ্চিত করব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছেলে-মেয়েরা কিন্ডারগার্টেনে পড়তে পারবে না।’



    আগামী দুই মাসের মধ্যে প্রাথমিকের সব শিক্ষকের সার্ভিস বুক-সংক্রান্ত ডাটাবেজ তৈরি করা হবে জানিয়ে সচিব আকরাম বলেন, ‘কোন শিক্ষক কোন তারিখে পিআরএলে যাবেন, সেটা তাকে এক মাস আগে জানিয়ে দিতে হবে এবং পিআরএল শুরু হওয়ার দুই মাসের মধ্যে সব আর্থিক সুবিধা নিয়ে যেতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে। এর ব্যত্যয় হলে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষক সমাজ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়।’

    অনুষ্ঠানে সচিব আরো বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সপ্তাহের কোন দিন, কোন বিষয়ের কতটুকু অংশ পড়ানো হবে তা নির্ধারণ করে দেয়া হবে। সেই ‘পাঠ পরিকল্পনা’ বা লেসন প্ল্যান সব শিক্ষা প্রতিষ্ঠানই অনুসরণ করবে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এ পাঠ পরিকল্পনার একটি খসড়া এরই মধ্যে তৈরি করেছে। ওই লেসন প্ল্যান চূড়ান্ত করে প্রত্যেক স্কুলে পাঠিয়ে দেব। বাংলাদেশের প্রত্যেক স্কুলের লেসন প্ল্যান হবে এক রকম।

    অনুষ্ঠানে প্রাথমিকের শিক্ষকদের বদলি নিয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমি লক্ষ্য করেছি আপনাদের বদলি নিয়ে টিও অফিসে ঝুট-ঝামেলা হয়। অনেক ‘দালাল-ফালাল’ আপনাদের পেছনে লাগানো আছে, আমি এগুলো টলারেট করব না। কোনো শিক্ষা কর্মকর্তা যদি আমার শিক্ষকদের হয়রানি করেন, আমি তাদের দয়া মার্সি করব না, কঠোর ব্যবস্থা নেয়া হবে

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম