• শিরোনাম


    সন্তানকে কোকাকোলা খাওয়ানোয় বাবার কারাদণ্ড

    | ২৭ অক্টোবর ২০১৮ | ৫:৪৬ পূর্বাহ্ণ

    সন্তানকে কোকাকোলা খাওয়ানোয় বাবার কারাদণ্ড

    নিজের দুই শিশু সন্তানকে কোকাকোলা ও কেক খাওয়ানোই তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এক বাবাকে। শিশু দুইটির বয়স যথাক্রমে চার ও তিন বছর। তাদেরকে শিশু পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে এবং মাংস ও সবজি খেতে দেয়া হচ্ছে।

    গত বুধবার মধ্য ফ্রান্সের লিমোজেস শহরের বাসিন্দাকে এই দণ্ড দেয়া হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’তে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ব্রুনো রোবিনেতের বরাত দিয়ে একথা বলা হয়।



    তিনি বলেন, এই ব্যক্তির বাসায় গিয়ে বোঝা যায় পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। বাসায় নেই কোনও রেফ্রিজারেটর, নেই কোনও খেলনা। কভার ছাড়া একটি গদিতে ঘুমাচ্ছিল শিশু দুইটি।

    ‘ফ্রেঞ্চ ভিক্টিমস ৮৭’ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ক্যারোল প্যাপোন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত এই বাবা পড়তে ও লিখতে পারেন না। এমনকি তিনি হিসেবও করতে জানেন না। তাই তিনি এই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেননি।

    তিনি বলেন, ওয়েলফেয়ার পেমেন্টের সব টাকা মদ কিনে খরচ করে ফেলেন এই দুই সন্তানের বাবা। তাই তাদের ঘরে কোকাকোলা ও কেক ছাড়া কিছু ছিল না।

    নিজের স্ত্রী ও সন্তানদের প্রতি এই ব্যক্তি আচরণ সহিংস ছিল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম