| ১৪ জানুয়ারি ২০১৯ | ৫:৩৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগে ঐক্যফ্রন্টসহ যে ৭৫টা দল সংলাপে অংশ নিয়েছিল তাদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য তাদের আমন্ত্রণ জানাতে চান প্রধানমন্ত্রী। এখানে কোনও সংলাপের আমন্ত্রণ জানাচ্ছি না। সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় হবে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ জানুয়ারি আওয়ামী লীগের বিশাল বিজয় সমাবেশ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের কোনও বিষয় নেই। যে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক বিশ্বে কোনও সংশয় নেই, গণতান্ত্রিক বিশ্বের কোনও প্রশ্ন নেই সেখানে সংলাপের প্রশ্ন হাস্যকর।’
১৯ জানুয়ারি বিজয় সমাবেশে কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘বিশাল বিজয় বিশাল দায়িত্ব। বিজয়ী দলের অনেক দায়িত্ব। তাই জনদুর্ভোগকে মাথায় রাখতে হবে। মহাবিজয়ে কেউ যেন মহাদাপট দেখাতে না যান। এ মহাবিজয় থেকে জনগণের কাছে আরও বিনয়ী হবেন।’ এ সমাবেশকে কেন্দ্র করে কিছুটা জনদুর্ভোগ হতে পারে— এমন আশঙ্কা ব্যক্ত করে আগাম দুঃখপ্রকাশ করেন তিনি