সাঈদ সালমান | ১৮ জুলাই ২০১৮ | ৫:১৮ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা তাবলীগী মার্কাজ মসজিদে
আজ বেলা ৩ ঘটিকা হতে এক আ’ম বয়ানের আয়োজন করেন জেলা মার্কাজের শু’রা সদস্যরা । উক্ত আ’ম বয়ানে বাদ আছড় হতে বয়ান করেন, রাজধানীর কাকরাইল মসজিদের তাবলীগী মুরুব্বী- মাওলা যোবাইর আহমদ । তিনি বয়ানে একথা বলেন-
“সাধারণ মানুষ দ্বীন বুঝেনা । তাঁরা এলেমহীন। তাদেরকে এলেম শিখতে হবে আলেম ওলামাদের কাছ থেকে । কিন্তু শয়তান প্রতিনিয়ত চক্রান্ত করে সাধারণ মানুষকে আলেম ওলামাদের সংস্পর্শ থেকে পৃথক রাখতে। তাঁরা যেনো প্রকৃত দ্বিন শিখতে না পারে এবং শয়তানের প্রবঞ্চনা থেকে নিজেকে না বাঁচাতে পারে। এজন্য সকল সাধারণ মুসল্লিদের উচিৎ বেশী বেশী আলেম ওলামাদের সংস্পর্শে থাকা।”
প্রায় অর্ধলক্ষ মুসল্লিদের উপস্থিতি’তে তিনি আরো বলেন- “মুসলনাদের ইমান আকিদার জিম্মাদার- আলেম ওলামারা। তাই তাবলীগের এই দ্বিনী খেদমত’কে শয়তানের চক্রান্ত থেকে আলেম ওলামারাই রক্ষা করতে হবে। এবং এই কাজে বেশী বেশী সময় দিয়ে দ্বিনের এলেম ছড়িয়ে দিতে হবে সাধারণ মানুষের কাছে।”
পরিশেষে সফলতার সাথে দেশ ও মুসলিম ওম্মার হেদায়েতের জন্য দোআ করে মাগরীব নামাজের পূর্বেই বয়ানের সমাপ্তি করেন ।