• শিরোনাম


    শুভ জন্মদিন: এড. রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন

    | ১০ অক্টোবর ২০২০ | ১২:২৮ অপরাহ্ণ

    শুভ জন্মদিন: এড. রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন

    কসবা উপজেলার স্বনামধন্য চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনের আজ শুভ জন্মদিন। ব্রাহ্মণবাড়িয়া নামকরণের ইতিকথা'র লেখক কবি ও গবেষক এস এম শাহনূর  ‘তিনি আমাদেরই লোক’ শিরোনামে নিন্মোক্ত কবিতাটি জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়েছে। 

     



    ‘তিনি আমাদেরই লোক’

    সুশাসন,অনাবিল সুখ শান্তির নিশ্চয়তায় সমাজ সেবায় অভিষেক,
    জ্ঞানের স্নিগ্ধ আলোয় অগণিত নবীন প্রাণে এক প্রেরণার নায়েক।
    কতকাল ধরে এমন একজনার অপেক্ষায় জনগণ,
    নাম তাঁর এডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন।

    পরোপকারে নিজেকে সপেছেন দিনে কিংবা রাত বিরাতে,
    সুনিপুণ হাতে নানান মতবাদ বেধেঁছেন একই সাথে।
    নিরলস,নিরহংকার, কঠোর সংগঠক, সাদামাটা জীবন;
    কসবা-আখাউড়ার হিংসার রাজনীতিকে দিয়েছেন নির্বাসন।

    হতদরিদ্রের কষ্টে কাঁদেন,উন্নয়নের স্বপ্নে বিভোর;
    খলিফা ওমরের মতই কখনো হেটে যান বহুদূর।
    বেকারত্বের অভিশাপ হ্রাস আর সামাজিক অবক্ষয়,
    জনকল্যাণে মিলেছে তাঁর মহানুভবতার পরিচয়।

    সোনাঝরা সকাল, তপ্ত দুপুর কিংবা মায়াময় উদাসীক্ষণে
    তাঁর নামের সুরভী ছড়িয়ে বেড়ায় মাঠঘাট, চা-দোকানে।
    সহধর্মীনি মিসেস জীবন সদা হাস্যউজ্জল এক সংসারী নারী
    সুভাষিণী গুণে,অতিথি আপ্যায়নে নেই তাঁর জুড়ি।

    মমতাময়ী মাতা ওয়াহিদা শিরিন,পিতা আব্দুর রশিদ মাষ্টার,
    নয়নপুরের ভূঁইয়া বাড়ী ছিল তিন ভাই,এক বোনের এক সুখী সংসার।
    ছোট্ট কালেই তিনি ছিলেন তুখোড় মেধাবী;
    আজ তাঁরই মাঝে স্বদেশ দেখে এক মহান নেতার ছবি।

    কর্মের গুণে হয়ে উঠেছেন সবার পরম আপনজন,
    কৃতজ্ঞ চিত্তে তাঁকে করবে স্মরণ আগামীর জনগণ।

     

    লেখক: কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম