নেয়ামত উল্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ০৮ জানুয়ারি ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ
শীত ঋতুর অস্তিত্ব জানান দিয়েছে প্রকৃতি। সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশজুড়ে হিমেল বাতাস বইতে পারে আরও কয়েক দিন। দেশের সর্বত্রই ঠান্ডাজনিত কারণে নানা ধরনের রোগব্যাধি দেখা দিয়েছে। বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। আমাদের সমাজে সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতকাল হলো এক ধরনের অভিশাপ।
প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। এ জন্য প্রতিটি ঋতুই যেন উপভোগ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। শীতজনিত রোগব্যাধি থেকে মানুষজনকে রক্ষার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু সরকার নয়, সমাজের বিত্তবানদের এ জন্য এগিয়ে আসতে হবে। কেননা একটু উষ্ণতার জন্য অপেক্ষায় সুবিধাবঞ্চিতরা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী বলেন এ শীতে দুস্থ অসহায় ও গরিব বস্ত্রহীন কর্মে অক্ষম মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। তিনি আরো বলেন সামর্থবানদের দায়িত্ব ও কর্তব্যের অংশ হলো, অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়ানো; সহমর্মিতার হাত বাড়ানো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |