| ০২ এপ্রিল ২০২০ | ৬:৪৩ পূর্বাহ্ণ
করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করা ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে নূরনগর ব্লাড ব্যাংকের সকল সদস্যদের সহযোগিতায় প্রথম ধাপে শিবপুর ইউনিয়নে ত্রান বিতরন সম্পন্ন হয়েছে।
অর্থ ও শ্রম দিয়ে যারা এই মহৎ কার্যক্রমকে ত্বরান্বিত করেছেন নূরনগর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
প্রথম ধাপে ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের অসহায় পরিবারের কাছে ত্রান বিতরণ সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি গ্রামের মানুষ আমাদের এই কাজে যথেষ্ট পরিমান সাহায্য করেছেন শৃঙ্খলা বজায় রেখে।
দেশের এই দুর্দিনে ঘরে না বসে থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমাদের কাছে বড় বলে মনে হয়েছে।
আপনার একটু সহযোগিতা একটি পরিবারের হাসি ফোটাতে পারে।তাই আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াই।