হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন ১৮ ই মার্চ বুধবার বিকালে শিবপুর এজেন্ট ব্যাংকিং শাখায় অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহীন সরকার এর সভাপতিত্বে ও দৌলতপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি ও ইন্জিনিয়ার এনামুল হক এর সঞ্চালনায়।
শুভ উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক, মোঃ তৌহিদুল ইসলাম
প্রধান অতিথি ছিলেন, তানভীর আহাম্মেদ, রিজিওনাল হেড ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং কুমিল্লা রিজিওন।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র অফিসার, অগ্রনি ব্যাংক লিমিটেড শিবপুর। মহিউদ্দিন খান, সিনিয়র সেলস ম্যানেজার, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্রাহ্মণবাড়িয়া শাখা। হাজী শামসুল হক, সাবেক চেয়ারম্যান শিবপুর ইউনিয়ন পরিষদ,
মোতাহার হোসেন চৌধুরী, ভারপাপ্ত প্রিন্সিপাল, সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজ, কবির হোসেন আহাম্মেদ, সভাপতি, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়, মোঃ মোহসিন খান, সিনিয়র সেলস ম্যানেজার, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ব্রাহ্মণবাড়িয়া শাখা।
নুরনগর সাংবাদিক ফোরামের সভাপতি হেবজুল বাহার
যুবলীগ নেতা মোঃ আকসির,
ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সাগর,
সাংবাদিক হেদায়েত তুল্লাহ, মাসুম মির্জা প্রমূহ।
আয়োজনে, মোঃ নাহিদ, মোঃ হৃদয় ও সজিবুল ইসলাম।
উদ্ভোধন শেষ মাহফিল দোয়া পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।