হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২০ | ১:১০ অপরাহ্ণ
বিশ্ব করোণাভাইরাস মহামারীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর কলেজ পাড়ার আঃ ওয়াহেদ মিয়া ও শামীম আহমমেদ সাবেক মেম্বার দুই পরিবারের যৌত উদ্যোগে অসহায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া ২৯ শে মার্চ শনি বার বিকালে কলেজ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইয়াছে।
বক্তব্য রাখেন মোঃ শামিম আহমেদ সাবেক মেম্বার,
সমাজ সেবক মোঃ মানিক মিয়া, মোঃ ফরিদ মিয়া,
বক্তাগন জানান সারা বিশ্বে মানব বিধংস কারী করোনাভাইরাস জনিত কারনে হেটে খাওয়া মানুষ যখন মাঠে ময়দানে কাজকর্ম করতে পারতেছেনা কর্ম অক্ষম হয়ে পরেছ এই মুখুর্তে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলেদিতে পেরে আমারা দুই পরিবার আনন্দ ভুক করছি। আমাদের মতো এলাকার বৃত্তবান ব্যাক্তিবর্গ তাদের পাশে থেকে সাহয্যর হাত বারিয়ে দিলে এলাকার অসহায় হত দরিদ্র মানুষ উপকৃত হবে।
এতে উপস্হিত ছিলেন,
মোঃআবুল ফায়েজ,মোঃ আমজাদ হোসেন,সুমন মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ সেলিম হোসেস, কামরুল হাসান, কাজী জামিল আহমেদ প্রমুখ