নেয়ামত উল্যাহ তারিফ:বিশেষ প্রতিনিধি | ০৫ অক্টোবর ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ
‘শিক্ষকেই শুরু শিক্ষার রূপান্তর’ এ প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভূক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়।
জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকের মর্যাদা ও মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো, মানসসম্পন্ন শিক্ষা ও সব শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানোই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকরা বিশেষ ভূমিকা রাখছেন। মানুষের মধ্যে সচেতনতা, উপলব্ধি সৃষ্টি ও শিক্ষকদের ভূমিকার স্বীকৃতিস্মারক হিসেবে দিবসটি গুরুত্বপূর্ণ। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা তাদের ভূমিকা রেখে চলেছেন।
এক প্রশ্নের উত্তরে সৈকত সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ের অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে আমি নিজের সাফল্য মনে করি। আবার তাদের ব্যর্থতা আমার হৃদয়খানিকে আহত করে। সন্তানতুল্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের স্বপ্নগুলো সত্যি হোক বিশ্ব শিক্ষক দিবসে এটি আমার প্রত্যাশা।
ডেসটিনি কলেজের ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক মাওলানা মোঃ আবদুল মোতালেব বলেন, যখন দেখি আমাদের শিক্ষার্থীদের আচরণে সাধারণ মানুষ সন্তুষ্ট তখন গর্বে বুকটা ভরে যাই। আমাদের শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে এটি আমার কামনা।
চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ খোবায়েব হোসেন বলেন, বিদ্যা শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাবনার জগৎ অনেক বড় হবে, তাদের দৃষ্টি ভঙ্গি ইতিবাচক হবে এবং তাদের কর্ম ফল সংসারের জন্য; সমাজরে জন্য তথা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এটি কেবল বিশ্ব শিক্ষক দিবসে নয় প্রতিদিন আমি প্রত্যাশা করি। আমি সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা জানাই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |