• শিরোনাম


    শতাধিক পথচারীর হেডফোন কেড়ে নিলেন ডিসি ট্রাফিক।

    রিপোর্ট: সি. এম. হাসান | ২২ এপ্রিল ২০১৯ | ৩:২৮ অপরাহ্ণ

    শতাধিক পথচারীর হেডফোন কেড়ে নিলেন ডিসি ট্রাফিক।

    নগরীর জিইসি মোড় থেকে তোলা ছবি।

    কানে হেডফোন লাগিয়ে ও মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া শতাধিক পথচারীর কাছ থেকে হেডফোন ও মোবাইল কেড়ে নেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ হাযারী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল শনিবার নগরীর জিইসি মোড়ে ‘ট্রাফিক পক্ষ-২০১৯’ পালনকালে তিনি এ কাজ করেন। এ সময় তিনি পথচারীদেরকে শেষবারের মতো সতর্ক করে মোবাইল ফোনগুলো ফেরত দিলেও হেডফোন গুলো গাড়ির চাকার নিচে দিয়ে নষ্ট করে ফেলেন।

    এছাড়া ডকুমেন্টবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরতে বাধ্য করার পাশাপাশি শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও পথচারীদেরকে রাস্তা পারাপারে সহায়তা করেন তিনি।
    হারুন-অর-রশিদ হাযারী বলেন, সড়কের দুর্ঘটনা রোধ, ‘ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া গাড়ি চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ি চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পক্ষ-২০১৯ শুরু হয়েছে।
    সারাদেশের মতো চট্টগ্রামেও প্রথম দিনের মত কাজ শুরু করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। আগামী ৩০ এপ্রিল ট্রফিক পক্ষ শেষ হবে। পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ হবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি’।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম