| ১৮ মার্চ ২০১৯ | ১১:৪৩ অপরাহ্ণ
লিবিয়ায় ময়লার স্তূপে কুড়িয়ে পাওয়া চার হাজার দিনার (প্রায় দুই লাখ ৪২ হাজার টাকা) ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি এক পরিচ্ছন্নতাকর্মী। লিবিয়া অবজারভার পত্রিকার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি বার্তায় বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ও চার হাজার দিনারসহ তার মালিকের ছবি প্রকাশ করেছে। আরেকটি ছবিতে বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে দিনার ফিরে পাওয়া ব্যক্তি চুমু দিচ্ছেন।
টুইটার বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশি একজন পরিচ্ছন্নতাকর্মী ময়লার ব্যাগে চার হাজার লিবীয় দিনার পেয়ে তার মালিককে ফিরিয়ে দিয়েছেন। লিবিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এর ভূয়সী প্রশংসা করছে।’ ওই টুইট বার্তার নিচে বেশ কিছু মন্তব্যও এসেছে। হোলাডিওয়াল্ডফি নামে একজন মন্তব্য করেছেন, ‘আশা করি, ওই সৎ লোকটি চুমুর চেয়েও বেশি কিছু পেয়েছেন।’
ফাতিআলগাবাসি নামে একজন লিখেছেন, ‘নৈতিকতা ও সততার সঙ্গে পেশা, বিত্ত বা দারিদ্র্যের কোনো সম্পর্ক নেই। দরিদ্র একজন কর্মীর কাছ থেকে এটি আমার জন্য অনেক বড় এক শিক্ষা।’
আঞ্জোকালাবরিসি নামে একজন লিখেছেন, ‘সৎ ও ভালো মানুষ সব সময় আছে।’ রাফায়েল সেগুইস নামে একজন সরকারি কর্মকর্তা লিখেছেন, ‘তিনি গরিব হতে পারেন। কিন্তু তাঁর জীবন সততা ও বিশ্বাসের মতো মূল্যবোধে সমৃদ্ধ
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |