| ২৬ অক্টোবর ২০১৮ | ৫:৩০ পূর্বাহ্ণ
ফাউল ছবি
লক্ষ্মীপুরে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে অধিকাংশ শিশু। বৃহস্পতিবার সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে তারা সদর হাসপাতালে ভর্তি হয়।
লক্ষ্মীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লামচরী ও ৫ নম্বর ওয়ার্ডের শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে শিশু সামিরের চোখে ক্ষতিগ্রস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লামচরী, শাখারীপাড়া ও আশপাশ এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, স্বজনরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে এসেছে। এখানে তাদের চিকিৎসা চলছে। আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ রয়েছে