সৈয়দ আমিনুল ইসলাম জুবায়ের, সিলেট জেলা প্রতিনিধি। | ২৫ এপ্রিল ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ
চলতি করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট সহ যাবতীয় সব কিছু সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরাও তাদের দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশদের ভিন্ন রকমের কিছু অদেখা বিষয় আজ দেখা গেলো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অনলাইন সাংবাদিকের সাথে ঘটে যাওয়া একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। তখন সকাল ৬ ঘটিকা। বিশেষ জরুরী একটা কাজে তিনি সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ থানার দুজন পুলিশ সদস্য গাড়ি আটকে রেখে জিজ্ঞাসা শুরু করেন। সাংবাদিক পরিচয়, জরুরি প্রয়োজন ইত্যাদি এসব বলার ও তারা গাড়ি আটকে রাখেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এক পুলিশ সদস্য বলে উঠলেন যে, আমি রোজা রেখেছি,আমি কিছু বলবো না,এখানে অপর যে পুলিশ আছে তাকে যদি খুশি করতে পারেন তাহলেই যেতে পারবেন। তারপর সেই সাংবাদিকের গাড়ির ড্রাইভার ১০০ টাকা পুলিশের হাতে দেয়ার পর তাদের গাড়ি ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সাংবাদিক বলেন যে, আজ ২৫ এপ্রিল সকাল ৬ ঘটিকায় ফেঞ্চুগঞ্জের পালবাড়ি নামক স্থানে সাংবাদিকের গাড়ি আটকে রেখে ড্রাইভারের কাছ থেকে যে দুইজন পুলিশ সদস্য টাকা নিয়েছিলো তারা কারা? তাদের নাম কি? সময় তারিখ উল্লেখ করে ওসি সাহেবের কাছে এই বিষয়টি উপস্থাপন করে ঐ দুইজন পুলিশ সদস্যকে যেন দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করে আইনের মান অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছেন হয়রানির শিকার সেই সাংবাদিক। তিনি আরো বলেন যে,রাত পোহালেই আমার মতো আরো হয়তো অনেকের সাথে ঠিক এমনই আচরণ করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ,শীঘ্রই এইসব ঘুষখোরদের আইনের আওতায় নিয়ে আসা হোক,নয়তো লকডাউন কমাতে গিয়ে দেশে দুর্নীতির মহোৎসবে পরিণত হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |