• শিরোনাম


    রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আওয়ার কণ্ঠ

    | ২৬ অক্টোবর ২০১৮ | ৫:৩৭ অপরাহ্ণ

    রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আওয়ার কণ্ঠ

    রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নিতে বাংলাদেশ সরকারের পাশে থাকবে চীন, দেশটির জননিরাপত্তা মন্ত্রী ঝাও কেঝির সংগে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বাংলাদেশী নাগরিকদের অন এরাইভাল ভিসা দেয়ার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
    শুক্রবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝির নেতৃত্বে এ বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।
    চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন।ঝাও কেঝি চলতি মাসে ভারত ও মিয়ানমার সফর করেন।

    সকাল সাড়ে নয়টায় চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
    লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় চীনের মন্ত্রীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দলের সালাম গ্রহণ করেন ঝাও কেঝি।
    বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন সংস্থাপ্রধানরা উপস্থিত রয়েছেন। চীনের পক্ষে রয়েছেন ঝাও কেঝির নেতৃত্বে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।



    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম