নিজস্ব প্রতিবেদক আওয়ার কণ্ঠ ২৪.কম | ২৫ আগস্ট ২০১৮ | ৯:১১ অপরাহ্ণ
যে জাতি লড়তে জানে সে জাতিকে কেউ পরাহত করতে পারে না= মুফতি সাখাওয়াত হুসাইন রাজী
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পে আজ শনিবার (২৫/৮/১৮) বিক্ষোভ ও সমাবেশ করেন রোহিঙ্গারা।
রোহিঙ্গা নেতারা বলেন, আমরা নিজ দেশে ফিরে যেতে চাই। আন্তর্জাতিক মহলসহ সবার সহযোগিতা চাই। নির্মম গণহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
উল্লেখ্য যে, গত বছর ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও স্থানীয় লোকজন মিলে সেখানকার আদিবাসী রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও দমনপীড়ন শুরু করে। হত্যা করে ২৩ হাজার রোহিঙ্গাকে। অগ্নিসংযোগের পাশাপাশি ১৮ হাজার নারীকে ধর্ষণ করে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে বিতাড়িত করে। গত এক বছরেও এই গণহত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের বিচার হয়নি। তাই বিচারের দাবিতে ও নিজ দেশে ফিরে যাবার জন্য তারা মাঠে নেমেছে।