• শিরোনাম


    রোববার থেকে শুরু হবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

    | ১৭ নভেম্বর ২০১৮ | ৬:০৫ পূর্বাহ্ণ

    রোববার থেকে শুরু হবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ রোববার থেকে শুরু করবে বিএনপি।
    শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
    তিনি বলেন, ‘রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে। এ ছাড়া, একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে।’
    সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

    Facebook Comments Box



    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম