হেবজুল বাহার, স্টাফ রিপোর্টার | ০৭ নভেম্বর ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ
রাসুলের কটুক্তির প্রতিবাদে ‘বারগাহে সোহায়েলীয়া’র প্রতিবাদ র্যালি, ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ র্যালি করেছেন খানকাহ আবুল উলাইয়া (বারগাহে সোহায়েলীয়া)।
শুক্রবার (০৬ নভেম্বর) জুমা নামাজ শেষে র্যালিটি নাজিমুদ্দিন রোড পুরাতন কেন্দ্রিয় কারাগারের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এরআগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন।
পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।