| ২৮ নভেম্বর ২০১৮ | ৫:২৫ পূর্বাহ্ণ
রাজধানীর সায়েদাবাদ সুপার মার্কেটের পাশে রেললাইনের কাছে শারমিন (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সোহেল (২৫) নামের এক ব্যক্তি গণধোলাইয়ে শিকার হয়ে পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কেএম দাস লেনের বাসা থেকে বের হয়ে গোপিবাগ লাইনের কাছে যাওয়ার পথে সোহেল (২৫) নামে এক যুবক পেছন দিক থেকে ধারালো বটি দিয়ে মেয়েটিকে একটি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন ধাওয়া করে যুবকটিকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শারমিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আটক সোহেল উত্ত্যক্তকারী ছিল বলে জানা গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’