| ২৮ মার্চ ২০১৯ | ৫:৩৫ অপরাহ্ণ
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। এছাড়া এরমধ্যে যোগ দিয়েছে বিমান বাহিনির দুটি হেলিকপ্টার।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারনা করা হচ্ছে।
এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।
অসংখ্য মানুষ ভেতরে আটকা পড়ে আছে, সবাই বাঁঁচতে চাই, বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছে আটকে পড়া মানুষগুলি।