| ০৯ মে ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, রমজান আমাদের শত্রুদের প্রতিও আন্তরিক হতে শেখায়। তাই রমজানের শিক্ষা ও তাৎপর্য থেকে উপকৃত হয়ে নিজেদের নতুন করে সাজাতে হবে।
মঙ্গলবার (৭ মে) এরদোগানের নেতৃত্বে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, রমজান আমাদের পরস্পরে আন্তরিক ও সহমর্মী হতে শেখায়। সকল পাপাচার ত্যাগ করে নৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে পরিশুদ্ধ করার একটি অনন্য সুযোগ রয়েছে এই মাসে।
এরদোগান আরও বলেন, পবিত্র রমজানের এই মাসে নিজেদের বদলাতে হবে। যারা মুসলমানদের সাথে চরম শত্রুতা করে আসছে; ইসরায়েল, সিরিয়ার আসাদ বাহিনী, মিশরের স্বৈরশাসক আব্দুল ফাতাহ সিসি ও পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধেও আমরা এ মাসে আন্তরিকতা প্রদর্শন করবো।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ মাসকে যদি আমরা যথাযথভাবে মর্যাদা দিয়ে পালন করতে পারি তা হবে আমাদের সৌভাগ্যের অন্যতম কারণ। তুরস্ক সহ বিশ্ব মুসলিম উম্মাহের জন্য রমজান সফলতা বয়ে আনবে সেই প্রত্যাশা করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |