মুহাম্মাদ গোলাম রব্বানী ইসলামাবাদী | ২৩ জুলাই ২০১৮ | ৫:০৪ অপরাহ্ণ
তোমার এ ছবি কেবল ছবি নয়
এ ছবি ফ্যাসিবাদের পরাজয়ের চরমচিহ্ন,
তোমার এ হাসি কেবল হাসি নয়
এ হাসি স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তির লগ্ন।
তোমার হাসি কলঙ্ক এঁকে দেয়
জালিমের সকল নাপাক দূর্গ-দুয়ারে,
তোমার হাসি জোগায় সাহস
সকল মাযলূমের মুক্তির শানিত কাতারে।
তোমার ঐ রক্তমাখা জামা আজ
শপথের কঠিন বজ্রাঘাতের লালকেল্লা,
রক্তের দাগ তোমার আত্মদান নয়
এ রক্তদাগ গণমানুষের মুক্তিতরীর মাল্লা।
আজ যা তুমি দিয়েছে মাহমূদ
দিতে পারে নি তা জাতির কোন সন্তান,
পরিবারে আজ এনেছো তুমি
আমাদের পরমপ্রিয় মাতৃভূমির সম্মান।
তোমার রক্তের দাগ শুকাবে না
যতোদিন না হবে এ বাংলার বিজয়,
আবার স্বাধীন হবে দেশ আমার
হবে ইতিহাস, তোমার হবে না ক্ষয়।