• শিরোনাম


    যে সাত ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় পাবেন।

    | ২৪ এপ্রিল ২০১৯ | ৫:২৮ পূর্বাহ্ণ

    যে সাত ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় পাবেন।

    আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। রাসুুলুল্লাহ (সা.) বলেন, যেদিন আল্লাহর (রহমতের) ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দেবেন।

    ১. ন্যায়পরায়ণ শাসক।



    ২. ওই যুবক, যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে।

    ৩. ওই ব্যক্তি, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে।

    ৪. ওই দুই ব্যক্তি, যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য।

    ৫. ওই ব্যক্তি, যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী (কুকর্মের) আহ্বান জানায়, কিন্তু সে এ কথা বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি।

    ৬. ওই ব্যক্তি, যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাঁ হাত তা জানে না।

    ৭. ওই ব্যক্তি, যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। (বুখারি, হাদিস : ৬৬০)

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম