এম,ডি, সালাহ্উদ্দিন | ১১ আগস্ট ২০১৮ | ৫:২৭ পূর্বাহ্ণ
ঠান্ডু পাগল বলে,
এমন হলে রাষ্ট্র
কেমন করে চলে?
চলছে কিন্তু তাই,
দুর্নীতিতে দেশ ভরেছে
রোধ প্রতিকার নাই।
কোন হিসেবটা ধরি?
অর্থ গেলো সোনা গেলো
কয়লা গেলো চুরি।
জানেন মন্টু সাহেব?
সেদিন শুনলাম
পাথর নাকি হয়ে গেছে গায়েব।
আর কি বলি ভাই!
গাড়ি চলে রাস্তায়
ড্রাইভ লাইসেন্স নাই।
কতো দেখবেন নাটক?
উল্টো পথে চলতে গিয়ে
মান্ত্রী হলেন আটক।
নেই যে আগা মাথা,
মুখ ফসকে বেরিয়ে যায়
চুমো খাবার কথা।
কি বুঝলেন শেষে?
এক্সিডেন্টের কথা শুনে
মন্ত্রী দিলেন হেসে।
ক্ষমা করো রব,
যা বলছি সত্য সবি
নয় কোন গুজব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |