• শিরোনাম


    যশোরে দু’দল সস্ত্রাসীর মাঝে বন্দুকযুদ্ধে নিহত-১

    মীর ফারুক যশোর থেকে | ১৪ অক্টোবর ২০১৮ | ৪:৫৯ পূর্বাহ্ণ

    যশোরে দু’দল সস্ত্রাসীর মাঝে বন্দুকযুদ্ধে নিহত-১

    যশোর শহরে দু’দল সস্ত্রাসীদের মাঝে গোলাগুলিতে তাইজুল ইসলাম নামে এক সস্ত্রাসী নিহত হয়েছে,নিহত সস্ত্রাসী মাথায় গুলির চিহ্ন রয়েছে।তার নামে থানা ৮ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

    নিহত তাইজুলের বাড়ি যশোর শহর খোলাডাঙ্গা এলাকায় বলে জানা যায়



    শনিবার ভোর দিকে যশোর শহর বেগম মিল এলাকায় এই ঘটনা ঘটে।

    যশোর মডেল থানার ওসি অর্পুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন শনিবার ভোরে দিকে খবর পায় শহরে বেগম মিল এলাকায় দু’দল সস্ত্রাসীরা নিজে মধ্য গোলাগুলি করছে।সংবাদ পেয়ে সেখানে একটি টিম পাঠায়,তারা সেখানে গিয়ে তাইজুল নামে এক সস্ত্রাসীরর গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে,তারা তাকে উদ্ধার করে চিকিংসারর জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।কর্তব্যরত চিকিংসক তাকে মৃত ঘোষনা করে।নিহত তাইজুলের নামে থানায় ৮ টি মামলা রয়েছে

    তিনি আরো বলেন আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি সস্ত্রাসীরা নিজের মধ্য ভাগবাটোয়ারা নিয়ে বিবাদে জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পার। নিহত তাইজুলের লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসাপাতাল মর্গে পড়ে আছে।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম