• শিরোনাম


    যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, ঘুরে দাঁড়ালেই জিতে যাবে বাংলাদেশ: ড. কামাল

    | ২৯ ডিসেম্বর ২০১৮ | ৫:৩৩ অপরাহ্ণ

    যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, ঘুরে দাঁড়ালেই জিতে যাবে বাংলাদেশ: ড. কামাল

    জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আপনার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে আপনাদের উপস্থিতি দেখে দূর্বৃত্তরা পালিয়ে যেতে বাধ্য হবে।

    শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। দেশের সবকেন্দ্রের প্রিজাইডিং এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণের দায়িত্বে কর্মকর্তাদের উদ্দেশ্যে ড. কামাল বলেন, আপনার ওপর যে দায়িত্ব তা সততার সঙ্গে পালন করবেন। এটা করলে আপনাদের সম্মান বাড়বে। ভোটারের মুখের হাসির ওপরই নির্ভর করছে আপনার দায়িত্ব পালনে সফলতা ও তৃপ্তি।



    তরুণদের উদ্দেশ্যে ড. কামাল হোসেন বলেন, দেশের অসংখ্য তরুণ, যারা এবার প্রথম ভোটার, তাদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। তরুণদের তিনি বলেন, তোমরা যারা প্রথমবার ভোট দেয়ার সুযোগ পেয়েছো, সময়মতো ভোট দিতে যাবে। মনে রাখবে, ‘যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, ড. জাফরুল্লাহ, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম