• শিরোনাম


    যথাযথ মর্যাদায় কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। আওয়ার কণ্ঠ

    আমিনুল ইসলাম, কাতার থেকে | ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ২:২৪ অপরাহ্ণ

    যথাযথ মর্যাদায় কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।  আওয়ার কণ্ঠ

    একুশের চেতনায় সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয়ে কাতারে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দোহার আল হেলাল দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



    দ্বিতীয় পূর্বে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এর সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের কাউন্সিলরা।

    পরে প্রজেক্টরের মাধ্যমে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

    আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম