এম এ.রহিম গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি (সিলেট) | ২৪ এপ্রিল ২০২০ | ৪:৩৬ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর খাসিয়া সম্প্রদায়ের অধিবাসীদের বসবাস।
এসব সম্প্রদায়ের লোকজন সাধারণত পান এবং সুপারি বাগানে কাজ করেন কিন্তু সরকার লকডাউন ঘোষণার কারণে বাগানের কাজ বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েন, এবং খাদ্যসহায়তা সংকটে পড়ে নিরুপায় হয়ে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন করেন। চেয়ারম্যান মহোদয় তাদের ফোন পেয়ে আজ শুক্রবার তাৎক্ষণিক খাদ্যসহায়তা সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত সাধ্যানুযায়ী খাদ্যসামগ্রী নিয়ে নকশিয়া পুঞ্জি, সংগ্রাম পুঞ্জি ও লামা পুঞ্জি এলাকায় কর্মহীন পরিবারের মধ্যে মানবিক খাদ্যসহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বানিয়েল বাবু, ও বাগানের হেডম্যান ওয়েল কাম বাবু এবং পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ প্রমুখ।