আল-আমিন বি.বাড়িয়া | ০১ জুলাই ২০১৮ | ৯:৩৭ অপরাহ্ণ
প্রিয়প্রিয় বোন তোমাকে বলছি !
হে মুসলিম তরুণী !
কি করে তুমি ভেসে যাচ্ছো বিজাতীয় কালচারের জোয়ারে ।পর্দার ব্যাপারে উদাসীন হয়ে গেছো ?
কি করে তুমি কাফের মুশরিকদের আচার আচরণে কে আপন করে নিলে ?
আশ্চর্য !
কি করে তুমি তাদের খেলার পুতুল হলে ।
বলতো ! নারী স্বাধীনতার নামে তোমার মর্যাদা কে কিভাবে ধ্বংস করা হয়েছে ।
এই স্বাধীনতার নামে তুমি আজ সুন্দর পোশাক পড়ে অর্ধ উলঙ্গ হয়ে শত শত পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করছো….হয়ে যাচ্ছো পর পুরুষের লোলুপ দৃষ্টির শিকার ।
সমান অধিকারের নামে নেমেছো পুরুষের সাথে প্রতিযোগীতায়।আর এতে ক্ষতি তো হচ্ছে তোমার,
তোমার এই স্বাধীনতার সুযোগ নিচ্ছে সমাজের কিছু মতলববাজ কামুক পুরুষ ।
হে নারী !
তুমি ঠকছো।নিজের মর্যাদাকে বরবাদ করছো ।
মনে রেখো,
আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানীর মধ্যে কোন সৌন্দর্য নেই । আল্লাহ তায়ালার বিধান ও তার হুকুম পালনের তুমি পাবে প্রকৃত সৌন্দর্য ।
আর তোমার আনুগত্যের পুরষ্কার আল্লাহ তোমাকে দিবেন পরকালে, জান্নাত…..
তাই প্রিয় বোন ফিরে আসো জান্নাতের পথে…..