• শিরোনাম


    মুফতী ফজলুল হক আমিনী(রহঃ) এর মুতায়ালা ছিল বিস্ময়কর: মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    | ১২ ডিসেম্বর ২০১৮ | ৬:৪২ পূর্বাহ্ণ

    মুফতী ফজলুল হক আমিনী(রহঃ) এর মুতায়ালা  ছিল বিস্ময়কর: মুফতী মোহাম্মদ এনামুল হাসান

    বাংলার অবিসংবাদিত নেতা আল্লামা মুফতী ফজলুল হক আমিনী(রহঃ) একবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার জন্য ট্রেনের সিটে গিয়ে বসলেন। বসে ই কিতাব মুতায়ালায় মগ্ন হয়ে পরলেন। একদিকে যেমন গাড়ী চলছে অন্যদিকে চলছে তার মুতায়ালা।গাড়ী ব্রাহ্মণবাড়িয়া এসে যাত্রী নামানো উঠানো হলো।কিন্তু মুতায়ালায় লিপ্ত মুফতী আমিনী টের ই পেলেননা। গাড়ী আবার পরের স্টেশনের দিকে ছেড়ে যাচ্ছে, তাতে ও খবর হয়নি তার।পরের স্টেশন আখাউড়ায় এসে যখন থামলো তখন মুফতী আমিনী জানতে পারলেন, তিনি তার গন্তব্য ছেড়ে এসেছেন।

    এমন অসংখ্য ঘটনা এই জ্ঞানপিপাসায় কাতর মুফতী আমিনী(রহঃ) এর জীবনে ঘটেছিল।যা আজ শুধু ই ইতিহাস।।



    মুফতী মোহাম্মদ এনামুল হাসান
    যুগ্ম সম্পাদক
    ইসলামী ঐক্যজোট
    ব্রাহ্মণবাড়িয়া জেলা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে আওয়ারকণ্ঠ২৪.কম