গাজী আশরাফ আজহার, স্টাফ রিপোর্টার আওয়ার কণ্ঠ ২৪.কম। | ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৭:৪৪ অপরাহ্ণ
হেফজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ দাঃবাঃ এর শ্রদ্ধেয় আব্বাজান হাজী মুহাম্মদ আনোয়ার সন্ধ্যা ছয়টায় স্থানীয় একটি হাসপাতালে বার্দ্ধক্য জনিত রুগে ইন্তেকাল করেছেন ৷
ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রা-জিউন।
ইন্তেকালের সময় তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। ‘ মরহুম পিডিবিতে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও গ্রামের মাদরাসায় পড়েছেন কাফিয়া জামাত পর্যন্ত। ‘ স্থানীয় মাদরাসার একজন সিনিয়ক শিক্ষক এ তথ্য জানান। ‘ তিনি ছিলেন সত্যবাদী, অত্যন্ত সাহসী ও কর্মমুখর।’
শোক প্রকাশ
খবর শোনার পর পরই স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সেই সাথে আওয়ার কণ্ঠ’র সম্পাদক, রিপোর্টার, শুভাকাঙ্ক্ষী সহ অনলাইন নিউজ পোর্টাল “আওয়ার কণ্ঠ” পরিবারের পক্ষ থেকে তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।